কটিয়াদি প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন হাজী শামছউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি পাকুন্দিয়া আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলিপ এবং বিএনপির জোটের কেন্দ্রীয় নেতা ও ইসলামি ঐক্য জোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান রুকন।
জনসভাটির সভাপতিত্ব করেন ধূলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান বাবলু।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান এবং স্থানীয় জনগণের সমস্যাবলী তুলে ধরে সেগুলো সমাধানের অঙ্গীকার ব্যক্ত করেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

