স্টাফ রিপোর্টার:
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের ময়মনসিংহ আঞ্চলিক পর্বের (জোন-২) ফাইনাল খেলায় কিশোরগঞ্জ জেলা দল নেত্রকোনা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কিশোরগঞ্জ জেলা নারী দল ২-০ গোলে পরাজিত করে নেত্রকোনা জেলা নারী দলকে। দলের হয়ে একটি করে গোল করেন রেশমা ও ফারদিয়া আক্তার রাত্রি। রেশমার দুর্দান্ত পারফরম্যান্সে দলটি চ্যাম্পিয়নশীপ জয় করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার–আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
৬০ মিনিটব্যাপী চার রাউন্ডের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত খেলায় উভয় দলের খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স উপহার দেন। এদিনের বিশেষ পুরস্কারপ্রাপ্তরা হলেন- সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়: নেত্রকোনা জেলার ১১ নম্বর জার্সিধারী জেলি, প্লেয়ার অব দ্য ম্যাচ কিশোরগঞ্জ জেলার ১১ নম্বর জার্সিধারী ফারদিয়া আক্তার রাত্রি, সেরা গোলরক্ষক নেত্রকোনা জেলার ১ নম্বর জার্সিধারী সাফিয়া আক্তার, রাইজিং স্টার অব দ্য টুর্নামেন্ট ঢাকা জেলার ফারিনা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঢাকা নর্থ ও ময়মনসিংহ রিজিওন নর্থ জোন ক্লাস্টার ও শাখা ব্যবস্থাপক রিপন কুমার রায়, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সদস্য ও টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী তারিকউজ্জামান নান্নু, নেত্রকোনা জেলার লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রোকসানা আক্তার, শিক্ষক রাশেদুল হাসান ও মফিকুল ইসলাম, ম্যানেজার এ.টি.এম. এখলাছুর রহমান, কোচ এম.এ. কালাম, কিশোরগঞ্জ দলের কোচ রিপেল হাসান, রেফারী, উভয় দলের খেলোয়াড়, ম্যানেজার, ক্রীড়ামোদী, দর্শক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের ময়মনসিংহ (জোন-২) পর্বে মোট পাঁচটি জেলা দল অংশগ্রহণ করে। গত ৩ নভেম্বর টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ জেলা দল পরবর্তীতে ঢাকায় জাতীয় পর্যায়ের খেলায় অংশ নেবে।

