
আরিফ রববানী, ময়মনসিংহ:
আগামী দিনে মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে তরুণ প্রজন্ম ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের টানহাসাদিয়া সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও গোলপোস্টের জাল উপহার দেন উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন, ইউপি সদস্য রুবেল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন, ‘আমরা চাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অবসর সময় মাঠে কাটাক এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলুক। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকবে।
তিনি আরও বলেন, ‘যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তাদের দূরে রাখা সম্ভব। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি মানসিক বিকাশেও সহায়তা করে।
ফুটবল ও গোলপোস্টের জাল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, ‘এখন থেকে আমরা নিয়মিত মাঠে খেলতে পারব। এই উদ্যোগে আমাদের খেলাধুলার প্রতি আরো অনুপ্রাণিত করেছে এবং মাদক থেকে দূরে রাখতে সহায়ক হবে।’
আরিফুল ইসলাম প্রিন্স বলেছেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। এসময় তিনি মাদকমুক্ত সমাজ গঠনে শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করাসহ খেলাধুলায় মনোযোগ বাড়ানোর জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান।