
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডলার এ ডে, অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং গুডহোপ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে ৩ শতাধিক চক্ষু রোগীকে ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ কেয়ার স্পেশালাইজড হাসপাতালের (চক্ষু বিভাগ) বাস্তবায়নে শনিবার সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক ডা. মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ শাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, ডলার এ ডের সিইও ডা. ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনীক, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, গুডহোপ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কেয়ার স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুম জোবায়ের প্রমুখ।
ডলার এ ডে, অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং গুডহোপ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে ৩ শতাধিক চক্ষু রোগীকে ঔষধ ও চশমা বিতরণ এবং ৬ শতাধিক ছানি অপারেশন করা হবে।