
শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:
পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে তারাকান্দী বাজারে এক প্রাণবন্ত ও উৎসবমুখর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ নভেম্বর) রাতের সভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা নির্বাচনী উত্তেজনায় মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি তৌফিকুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন এবং পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম জনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল্লাহ মিলন।
প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, ন্যায়-ইনসাফের পরিবেশ তৈরি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষই আজ ন্যায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাই আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
সভায় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভাকে কেন্দ্র করে পুরো তারাকান্দী বাজারে নির্বাচনী আমেজ তৈরি হয়। বক্তারা ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।