ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

“ওরা বলে কেন্দ্র দখল করবে, তারা জানে না কেন্দ্রই তাদের দখল করে ফেলবে”

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৮, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ একরামুল হক, চট্টগ্রাম হাটহাজারী সংবাদদাতা:

হাটহাজারী পৌরসভা জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মোঃ আলাউদ্দিন সিকদার বলেছেন, “আগামী নির্বাচনে জনগণ চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে। ২০০১ থেকে ২০০৫ সালে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েও জামায়াতের কৃষি, শিল্প ও সমাজকল্যাণ—তিন মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয়নি। তাই মানুষ এখন আবারও জামায়াতের শাসন দেখতে আগ্রহী।”

তিনি বলেন, “গত সতেরো বছর যারা দিনের ভোট রাতে ছিনিয়ে নিয়েছে, কেন্দ্র দখল করেছে—তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। অথচ আবারও হুমকি দিয়ে বলে তারা কেন্দ্র দখল করবে, ভোটার ঢুকতে দেবে না। কিন্তু তারা জানে না—কেন্দ্র এবার তাদেরকেই দখল করবে।”

১৬ নভেম্বর রোববার রাতে পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী পৌরসভা জামায়াতের আমির মাষ্টার মাহমুদুল করিম। সঞ্চালনায় ছিলেন পৌরসভা যুব বিভাগের সভাপতি আসলাম মোরশেদ।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “একটি দলের নেতা গণভোটকে আলু-পেয়াঁজের সঙ্গে তুলনা করে নিজেকে জাতির সামনে হাস্যকরভাবে উপস্থাপন করেছেন। তাই দেশের মানুষ এখন রাস্তায় মিছিল করে বলছে—‘আলু না গণভোট? গণভোট! গণভোট!’”

প্রধান বক্তা চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী বলেন, “জুলাই—আগস্টে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। সামনে আরও একটি বিজয় অপেক্ষা করছে। জান–মাল দিয়ে নির্বাচনী সংগ্রাম চালিয়ে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। সেই বিজয়ের মাধ্যমে রাষ্ট্রে দুর্নীতি বন্ধ করে উন্নয়ন ও সমৃদ্ধির পথ তৈরি করা হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম,
মাওলানা জামাল হোসাইন, হাটহাজারী উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, রাখেন উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য এসএম রাশেদ, মোঃ ইসহাক, এম এ তাহের চৌধুরী, অধ্যাপক ফজলুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box