সমর দিগন্ত ডেস্ক:
কিশোরগঞ্জের কটিয়াদিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুলদিয়া সহস্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে এলাকার কর্মী–সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। তিনি তাঁর বক্তব্যে তৃণমূল নেতাকর্মীদের সংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শহিদুল ইসলাম দুলাল। তারা সংগঠনের নীতি-আদর্শকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মী সম্মেলনকে ঘিরে স্থানীয় পর্যায়ে উচ্ছ্বাস ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।

