ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মোস্তাক আহমেদ চৌধুরী আর নেই: সাংবাদিক মহলের শোক প্রকাশ

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৮, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ থেকে:

১৭ নভেম্বর ২০২৫ তারিখ (সোমবার) ভোরে নিজ বাসভবনে সাংবাদিক মোস্তফা আহমেদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

তিনি সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের মরহুম সুলতান আহমদ চৌধুরীর ২য় ছেলে। মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, এক ছেলে, তিন ভাই, এক বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোলা ইউনিয়ন প্রধান সমন্বয়ক ও বায়তুল মামুর জামে মসজিদের সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার দুপুর ২ টায় তার বাড়ির আঙ্গীনায় জানাযা শেষে কোলা ইউনিয়নের রক্ষিৎপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়।

তার বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট, এনসিপি সিরাজদিখান উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ, যুগ্ন সমন্বয়ক শহিদুল্লাহ, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন জনি।

Facebook Comments Box