ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মী জামায়াতে যোগদান

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৮, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সমর দিগন্ত ডেস্ক:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে একটি অনুষ্ঠানে রাজাপুর উপজেলা জামায়াতের কার্যালয়ে ফুল দিয়ে তাদের বরণ করে নেন দলটির নেতারা। মঠবাড়ী ইউনিয়নের ৩নং ইন্দ্রোপাশা ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন হোসেন এবং বিএনপি নেতা সালমান মাহমুদের নেতৃত্বে এ যোগদান সম্পন্ন হয়।

এতে উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, সাবেক সেক্রেটারি মাস্টার ফারুক আহম্মেদ, সদর ইউনিয়নের আমির মাওলানা আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়নের আমির হাফেজ মাওলানা আব্দুল আলীমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে মামুন হোসেন বলেন, দীর্ঘদিন বিএনপির সঙ্গে রাজনীতি করেছি, বরিশালসহ বিভিন্ন স্থানে আন্দোলনেও অংশ নিয়েছি। কিন্তু ৫ আগস্টের ঘটনার পর স্থানীয় কিছু নেতার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ জানালেও দলীয়ভাবে কোনো ব্যবস্থা হয়নি। এতে আমরা বুঝতে পারি, এই দলে থাকা আর সম্ভব নয়। তাই জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে নতুন পথচলার সিদ্ধান্ত নিয়েছি।

জামায়াত নেতারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে দলীয় বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সূত: বা.গা

Facebook Comments Box