আরিফ রববানী, ময়মনসিংহ থেকে:
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক ঝাকজমক ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আকুয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শফিকুল আলম ও সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হালুয়াঘাটের সহকারী ভূমি কর্মকর্তা নুরুজ্জামান, অষ্টধার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাজেদুল ইসলাম। নির্বাচনে সকাল ৯.৩০ টা থেকে উৎসব মুখর পরিবেশে একটানা বিকাল বিকাল ৩.৩০পর্যন্ত ১৫৯ জন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচনে বর্তমান সভাপতি ইকতিয়ার উদ্দিন ভূইয়ার নেতৃত্বে ইকতিয়ার-আজিজুল -মাহবুব পরিষদ ও জীবন-ফিরোজ-শাহীন পরিষদ নামক দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ গ্রহণ করে। এতে সভাপতি পদে ৮৫ ভোট পেয়ে মোঃ ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্যানেলের সভাপতি প্রার্থী জীবন কুমার বিশ্বাস ৭৩ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও সাধারণ সম্পাদক পদে তার প্যানেলেে ফিরোজ আহমেদ ১০১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মাজহারুল হক ভূইয়া শাহীন ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি শওকত আলম, সহ-সভাপতি শামসুজ্জামান, যুগ্ম সম্পাদক ফিরোজ মিয়া, যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদ কামরুজ্জামান সেলিম, দপ্তর সম্পাদক সাইফুল গনি, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা বেগম ৷ নির্বাহী সদস্যরা হলেন এ এস এম সারোয়ার ই কামাল, ভজন বিহারী সরকার, সামিউল ইসলাম, সাইফুল ইসলাম , ফরিদ উদ্দিন,বআব্দুস শাকুর। নির্বাচনে মোট ১৫৯ জন ভোটারের মধ্যে ১৫৯ জন ভোটারই তাদের ভোট প্রদান করেন।
জীবন-ফিরোজ-শাহীন পরিষদ ও ইকতিয়ার-আজিজুল-মাহবুব পরিষদ এই ২টি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে জীবন-ফিরোজ-শাহীন পরিষদ সভাপতি বাদে সকল পদে বিজয় লাভ করেছে। অপর প্যানেল থেকে সভাপতি পদে মোঃ ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
সভাপতি” নির্বাচিত করায় বিজয়ী সভাপতি ইকতিয়ার উদ্দিন ভূইয়া সংগঠনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, যারা নির্বাচনে তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচনে বিজয়ী করেছেন তাদের প্রতি আমি আজন্ম কৃতজ্ঞ থাকবো। সংগঠনের সকল সদস্যদের আপদে বিপদে পাশে থাকবো, যারা নির্বাচনের শুরু থেকে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে ছিলেন, ভোটারদের ধারে ধারে গিয়েছেন, ভোট চেয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, তারা আমার পাশে থেকে সব সময় অভিভাবকের মত বুদ্ধি মরামর্শ দিয়ে যাবেন। তাদের বু্দ্ধি আর পরামর্শ অনুযায়ী ময়মনসিংহ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কার্যক্রমকে আগামীদিনে শক্তিশালী করাই হবে আমার এক মাত্র লক্ষ্য। এব্যাপারে তিনি সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন।

