ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২০, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স বলেছেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড।” নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের  নবনির্মিত এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক অভিভাবক সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুড়খাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩য় তলার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স এসব কথা বলেন। এসময় তিনি ফিতা কেটে নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন করণ (অংশ -১ ও ২) ২০২৪-২০২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ( বিবিজি) নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার শুভ উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আব্দুল মুকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ভাবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা-উল-হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধন শেষে ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সাথে ছবি তোলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নবনির্মিত এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত ও আনন্দদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকসহ সকলকে একসাথে কাজ করতে হবে। এসময়” বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্তব্যে নবনির্মিত ভবন উদ্বোধনের জন্য উপজেলা প্রশাসন ও সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলবে। অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করে।

Facebook Comments Box