মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
হাটহাজারী উপজেলার কাটিরহাট ইউনিয়নের সবুজটিলা এলাকায় পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. শাহেদ আরমান।
অভিযানে পাহাড় কর্তনের অপরাধে একজন আসামিকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০ (দুই লাখ) টাকা অর্থদণ্ড এবং ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় পাহাড় কাটায় ব্যবহৃত মাটি বহনকারী পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি— মোঃ কায়েছ, পিতা: মহরম আলী, ঠিকানা: আবদুর রহমান টেন্ডলের বাড়ি, কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
অভিযান চলাকালে পাহাড় কাটায় জড়িত অন্যান্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয় এবং নিয়মিত মামলার জন্য পরিবেশ অধিদপ্তরে প্রেরণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

