
মোঃ সুমন মিয়া, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা রুকন সম্মেলন সকালে নেহাল পার্কে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি সিনিয়র আইনজীবী মতিউর রহমান আকন্দ। কিশোরগঞ্জ জেলার সাবেক আমীর মাওলানা মুহাম্মদ তৈয়বুজ্জামান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওঃ নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, মাওঃ আজহারুল ইসলাম, অধ্যাপক কাজী সাইফুল্লাহ, এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, কর্নেল (অব) ডা. জিহাদ খান, মাওঃ কবীর হোসাইন, মাওঃ শফিকুল ইসলাম মোড়ল, অ্যাডভোকেট শেখ রোকন রেজা, চাকসুর জি এস সাইদ বিন হাবিব, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজিজুল হক, মাওঃ এম এইস লোকমান, মাওঃ সানাউল্লাহ, মাওঃ এস এম ইউসুফ, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আব্দুল বারী রিয়াদী ও মাওঃ আব্দুল হক প্রমুখ।

উক্ত সম্মেলনে জেলা, উপজেলা ও হাজারো রুকন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।