
সমর দিগন্ত ডেস্ক:
স্বাধীন দেশের নাগরিক হিসেবে মানুষের মৌলিক চাহিদাগুলো ৫৪ বছরেও পূরণ হয়নি। দেশের নাগরিকরা নিরাপত্তার সাথে বাঁচতে চায় এজন্য আমরা আল্লাহর আইনের ভিত্তিতে একদল সৎ লোকের শাসনব্যবস্থা গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ০৩.০০ টায় মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর-কাফরুল অঞ্চলের (ঢাকা-১৫ আসন) আয়োজিত যুব মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীরে আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা ১৫ আসনের সদস্য সচিব, মিরপুর পূর্ব থানার আমীর শাহ আলম তুহিন সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কাফরুল জোনের সহকারী পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ, মহানগরী কর্মপরিষদ ও মহানগরী ইঞ্জিনিয়ার ফোরামের সভাপতি ইঞ্জি: কাজী আবিদ হাসান, কাফরুল উত্তর থানার আমীর রেজাউল করিম মাহমুদ, কাফরুল দক্ষিণ থানার সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন আমীরে জামায়াতের সহধর্মিনী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যা ও সিলেট অঞ্চল পরিচালিকা মুহতারামা ডাক্তার আমেনা বেগম, মহিলা জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যা মুহতারামা ইরানি আক্তার ও মুহতারামা রোজিনা আক্তার, কেন্দ্রীয় কর্ম পরিষদ ও ঢাকা মহানগরী উত্তর এর মহিলা বিভাগীয় সেক্রেটারী মুহতারামা সুফিয়া জামাল, ঢাকা মহানগরী উত্তর এর সহকারী সেক্রেটারি মুহতারামা জলি ইয়াসমিন ও মুহতারামা আমেনা বেগম।
ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ হিসেবে আরও উপস্থিত ছিলেন মুহতারামা নাসরিন আক্তার, ফিরোজা বেগম, ফেরদৌসী বেগম, মর্জিনা খাতুন, তাসলিমা খাতুন, মুনা ইয়াসমিন, আকলিমা ফেরদৌসী আঁখি। আরও উপস্থিত ছিলেন মিরপুর পূর্ব থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি নুর নাহার লাকি, কাফরুল পশ্চিম থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি আকলিমা খাতুন, কাফরুল উত্তর থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি লুৎফুন নাহার নিশি।
প্রধান অতিথির বক্তব্যের পূর্বে আমীরে জামায়াত সমাবেশে আগত নারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ও পরামর্শ গ্রহণ করেন। জামায়াতের আমীর বলেন, কর্মক্ষেত্রে নারীরা পুরুষের সমান পরিশ্রম করেও বেতন বৈষম্যের শিকার হন। দেশে কর্মজীবী মায়েদের জন্য কর্ম ও সন্তান লালন পালনের জন্য উপযুক্ত সুযোগ নেই।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা নির্বাচিত হলে মা ও সন্তানেরা যেন অপুষ্টিতে না ভোগে, উপযুক্ত চিকিৎসা পায়, সুশিক্ষা নিয়ে তারা যেন পরিবার ও দেশের জন্য সম্পদে পরিণত হয়। পড়ালেখা শেষে উপযুক্ত কর্ম পায় এবং মা বাবা যেন তাদের সন্তানকে নিয়ে গর্ববোধ করে তার ব্যবস্থা করব।
ডা. শফিকুর রহমান আরও বলেন,
আমরা ঘুষ ও চাঁদাবাজীমুক্ত সমাজ গড়তে চাই। আমাদেরকে পাঁচ বছর আগে যেমন সৎ ও দুর্নীতিমুক্ত পাচ্ছেন পাঁচ বছর পরেও একইভাবে পাবেন ইনশা'আল্লাহ।
তিনি নারী সমাজকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমাদের কঠিন দিনগুলোতে আশ্রয়-প্রশ্রয় ও সহযোগিতা করেছেন, এজন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।
ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের বিভিন্ন সমস্যা উল্লেখ করে বলেন, এ এলাকায় আমাদের সন্তানদের জন্য খেলাধুলা ও সাঁতার শেখার কোন ব্যবস্থা নেই আমরা সুযোগ পেলে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে এগুলোর ব্যবস্থা করব।
সভাপতির বক্তব্যে আব্দুর রহমান মুসা দুর্নীতি, অশ্লীলতামুক্ত ও নারীদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে ডা. শফিকুর রহমানকে বিজয়ী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
সমাবেশ শেষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মিরপুর-১৩ এলাকায় গণসংযোগে অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষের সমাবেশ ঘটে।