
ফাহিম আহম্মদ, বাজিতপুর সংবাদদাতা:
ভৈরব–কিশোরগঞ্জ রোডে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার ও বাজরা বাজারের কয়েকটি স্থানে ডাম্প ট্রাকের ফেলে যাওয়া কাদামাটির কারণে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় কাদাবোঝাই ডাম্প ট্রাক থেকে রাস্তার ওপর কাদা পড়ে ছড়িয়ে পড়লে সড়কগুলো অতিরিক্ত পিচ্ছিল হয়ে যায়।
পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ি দুর্ঘটনার শিকার হয়। একটি প্রাইভেট কার মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়, পাশাপাশি আরও কয়েকটি বাস ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনায় বহু মানুষ আহত হলেও সৌভাগ্যক্রমে গুরুতর কোনো প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের সহায়তা করে এবং সড়ক স্বাভাবিক করতে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ডাম্প ট্রাকের অবহেলায় এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সড়কে কাদা ফেলে রেখে যাওয়ার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ঘটনায় যানবাহন চালক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।