আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির ময়মনসিংহ বিভাগীয় কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম।
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর পরদিন তিনি দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
ময়মনসিংহ-৭ আসনটি একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন ইউনিয়নের বিভিন্ন প্রান্তজুড়ে বিস্তৃত একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এটিএম মাহবুব উল আলমের শৈশব, কৈশোর ও তারুণ্যের উল্লেখযোগ্য সময় কেটেছে ময়মনসিংহ-৭ আসনের মধ্যেই। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা, অবহেলা ও নাগরিক ভোগান্তি খুব কাছ থেকে দেখেছেন।
এটিএম মাহবুব উল আলম বলেন, দেশের রাজনীতি আজ পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। জনগণ এমন নেতৃত্ব চায়, যারা শুধু ক্ষমতার রাজনীতি করবে না—মানুষের পাশে থাকবে সারাবছর, সুখে-দুঃখে, আশা-নিরাশায়। এনসিপি সেই দায়িত্ব নিয়েছে। রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা। দল মানে জনগণের শক্তি। সততা, দক্ষতা ও দূরদর্শিতাই আমাদের মূল অস্ত্র।
ময়মনসিংহ-৭ এলাকার মানুষের দুর্বিষহ নাগরিক জীবন নিয়ে বহুদিন ধরেই সোচ্ছার এডভোকেট এটিএম মাহবুব উল আলম। জলাবদ্ধতা, নোংরা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তার বেহাল অবস্থা, মশার উপদ্রব, পানি সংকট, আড়তে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া—সবই তার চোখে দেখা অভিজ্ঞতা।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে দেখেছি, মানুষ এ এলাকার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত। এজন্যই কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়েছি। জনপ্রতিনিধি হই বা না হই—মানুষের জন্য আমি সবসময়ই সেবক হয়ে।
তার অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচির মধ্যে রয়েছে— জলাবদ্ধতা নিরসন, ভয়াবহ মশা ও মশাবাহিত রোগ দমন, ভাঙাচোরা রাস্তাঘাট দ্রুত সংস্কার, যাত্রাবাড়ী আড়তে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, এলাকায় চাঁদাবাজি ও টেন্ডারবাজি দমন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন নগর গড়া, বায়ু ও শব্দ দূষণ কমাতে বিশেষ উদ্যোগ, সবুজায়ন ও পরিবেশ রক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য জায়গা তৈরি, খাল ও জলাশয় দখলমুক্ত করা। এনসিপিএর আদর্শ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এটিএম মাহবুব বলেন, ইনশাআল্লাহ খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে। আমরা আসছি নতুন আশার বার্তা নিয়ে—ন্যায়বিচার, সমতা ও উন্নয়নের বাংলাদেশ গড়তে।
এটিএম মাহবুব উল আলম আরোও বলেন- ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের গণমানুষের অধিকার ও ভাগ্যোন্নয়নের লক্ষে কাজ করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছি। কারণ ত্রিশালে আমার জন্ম, বেড়ে উঠা, এখানের প্রতিটা মানুষ আমার আমার নিজের।এই মাটির মানুষ গুলোর জন্য কাজ করার আকাঙ্ক্ষা থেকে আমার এই যাত্রা। বাকীটা ত্রিশালবাসীর দোয়া সহযোগিতা ও আল্লাহ ভরসা।

