কটিয়াদি প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৪নং ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর জনাব মাওলানা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী–পাকুন্দিয়া আসনের এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, কটিয়াদী–পাকুন্দিয়ার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল সম্প্রদায়ের ঐক্য অত্যন্ত জরুরি। এ অঞ্চলের মানুষের সমস্যা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, শিক্ষা ও ধর্মীয় অধিকার রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও সভায় তাদের দাবিদাওয়া, বিভিন্ন সমস্যা এবং উন্নয়নবিষয়ক প্রস্তাব তুলে ধরেন। সভা শেষে উপস্থিত সবাই শান্তিপূর্ণ সহাবস্থান ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

