পাকুন্দিয়া প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫নং বুরুদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালতলা বাজার সংলগ্ন মায়ের আঁচল আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা যোবায়ের আহমেদ। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয় এবং উদ্বোধনী বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ আমিনুল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের এমপি প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোড়ল। এছাড়া আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আ ন ম আব্দুল্লাহ মোমতাজ, জেলা তালিমুল কুরআনের সভাপতি মাওলানা অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসান আল মামুন, জেলা ক্রীড়া সম্পাদক হোসাইন মোহাম্মদ ফরহাদ, মাদ্রাসা ও দাওয়া সম্পাদক সালাহ উদ্দিন এবং উপজেলা শিবিরের সভাপতি আকরাম হোসেন।
বক্তারা সভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই ও মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

