মোঃ স্বপন বেপারী, লৌহজং প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা মেদেনীমন্ডল ইউনিয়ন কান্দিপাড়া গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা মেদেনীমন্ডল ইউনিয়ন কান্দিপাড়া গ্রামে উপজেলা শ্রমিক দলের সভাপতির বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আওলাদ হোসেন খানের সভাপতিত্বে ও মেদেনীমন্ডল ইউনিয়ন শ্রমিক দলের নেতা আরিফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদেনীমন্ডল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাজল মেম্বার। এসময় তিনি বলেন, আমি আজকে এই উঠান বৈঠক যারা উপস্থিত আছেন প্রত্যেকের বাড়িতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ঘরে ঘরে যাবো। এছাড়া তিনি আরো বলেন আপনাদের সকলের কাছে মিজানুর রহমান সিনহার জন্য ধানের শীষে ভোট চাই। পরবর্তীতে আমি প্রত্যেকের বাড়িতে গিয়েও ভোট চাইবো।
শ্রমিক দলের সভাপতি মোঃ আওলাদ হোসেন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়া মুন্সিগঞ্জ -২ আসনে জননেতা মিজানুর রহমান সিনহা কে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন। তিনি একজন যোগ্য নেতা, গরীব ও মেহনতী মানুষের আপজন। আমি সহ আমাদের নেতাকর্মী সকলে দিন ও রাত চেষ্টা করে যাচ্ছি। রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে গিয়ে লিফলেট বিতরণ করে যাচ্ছি।
আমাদের অবিভাবক মিজানুর রহমান সিনহার সালাম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সাথে তার প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করে যাচ্ছি। এছাড়া আজকের উঠান বৈঠক যারা উপস্থিত আছেন প্রত্যেক ধন্যবাদ জানাই।
উল্লেখ, এসময় লৌহজং উপজেলা মেদেনীমন্ডল ইউনিয়ন বিএনপি ও উপজেলা ১০টি ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

