ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২৪, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর গ্রামে প্রতিষ্ঠিত কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা কার্যালয়ে ২৪ নভেম্বর সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র বাস্তবায়নে উপজেলার ২৩ জন প্রতিবন্ধীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফারজানা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম ও সদস্য মো. রাকিবুল রহমান রফিক সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফবৃন্দ উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

প্রতি বস্তার ব্যাগে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি দেশী মশুর ডাল, ১ কেজি আয়োডিন যুক্ত লবণ, ১কেজি চিনি, ১ লিটার ভোজ্য (সয়াবিন) তেল, ১০০গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক বলেন, সরকারের পাশাপাশি সমাজের দুস্থ প্রতিবন্ধীদের কল্যাণে সবাইকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসলে তাদের দুঃখ কিছুটা হলেও লাগব হতো।

Facebook Comments Box