পাকুন্দিয়া সংবাদদাতা:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মালবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নয়জন আহত হয়েছেন।
আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের কোদালিয়া পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার। দুর্ঘটনায় গাড়ীর ছিটকেপড়া জিনিসপত্র নিজের হাতে গাড়িতে উঠিয়ে দেন। এ ঘটনায় এলাকায় প্রশংসা খুঁড়িয়েছেন তিনি। এ কাজে স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা করেন।
Facebook Comments Box

