
আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ–২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থীর নাম পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। দলটির কেন্দ্রীয়ভাবে ঘোষিত সম্ভাব্য তালিকায় পছন্দের প্রার্থী স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে ফুলপুর উপজেলার ঐতিহাসিক বাসস্ট্যান্ড চত্বরে মনোনয়ন–বঞ্চিত নেতা কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার আকন্দের সমর্থকেরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ফুলপুর- তারাকান্দা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হচ্ছে, যা স্থানীয়ভাবে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করেছে।
বক্তারা বলেন, আবুল বাশার আকন্দ দীর্ঘদিন ধরে এলাকায় বিএনপিকে সুসংগঠিত করেছেন এবং সব আন্দোলন–সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন। স্থানীয়দের কাছে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ব্যাপক। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা হলে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা তা মেনে নেবেন না। অবিলম্বে সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনা করে জনপ্রিয় নেতা আবুল বাশার আকন্দকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।