
মোঃ সাইফুল ইসলাম শান্ত, স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল যেন থামছেন না। গ্রাম থেকে গ্রাম, ঘর থেকে ঘর সব জায়গায় পদচারণা চালাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার পাকুন্দিয়ার প্রত্যন্ত গ্রাম চরটাংগাবোতে নির্বাচনী প্রচারণা চালান তিনি। পাশাপাশি জন সভার আয়োজন করেন গ্রামের ইসলাম প্রিয় ও দাঁড়িপাল্লার সমর্থক সহ এলাকার সর্বস্তরের মানুষ।
শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগারোসিন্দুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুখলেস উদ্দিন আকন্দ, কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী ফকির মাহবুবুল আলম, ইউনিয়ন সেক্রেটারি আব্দুস সামাদ কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সহ সাংগঠনিক দায়িত্বশীল অনেকেই।
শফিকুল ইসলাম মোড়ল তাঁর বক্তব্যে বলেন - মহান আল্লাহ পাক আমাকে যদি আপনাদের খেদমতে কবুল করেন, আমি আপনাদের ভাই হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের শাসক নয় সহযোগী হতে চাই, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও দেশ গঠনে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। পাশাপাশি তিনি দায়িত্ব পেলে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।