কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসানের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও
সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গণি, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক মাইনুল হক মেনু, ছাত্র নেতা আব্দুল্লাহ আল রোমান প্রমুখ।

