ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় সুখিয়ায় মাও. শফিকুল ইসলাম মোড়লের নির্বাচনী গণসংযোগ

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২৬, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া, (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ১০নং সুখিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৭নং ওয়ার্ড চরপলাশে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের এমপি প্রার্থী ও কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল।

উক্ত গণসংযোগে অংশ নেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. মোঃ সোহরাব উদ্দিন, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ স্বপন হোসেন, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শামীম, কিশোরগঞ্জ জেলা সদরের ৩নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন, সুখিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আল আমিন, সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম মঞ্জু, বায়তুলমাল সম্পাদক মোঃ আলম মিয়া, সহকারী অর্থ সম্পাদক মাওলানা মোঃ আলমগীর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবু সাঈদ, সেক্রেটারি মোঃ জামাল উদ্দিন, ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নাঈম, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ হারিজ মিয়া, সহকারী সেক্রেটারি মোঃ বাচ্চু মিয়া, ৮নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক মোঃ মুসলেহ উদ্দিন চন্নু, ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মাওলানা রাকিবুল হাসান, যুবায়ের আব্দুল্লাহ, মোঃ বাচ্চু মিয়া, জমশেদ মিয়া, মোঃ সাইফুল্লাহ জামান সিয়াম সহ ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগে আগামীতে কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই ও মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল।

Facebook Comments Box