
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। শুধু হামলা নয়, এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা এবং নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে।
জানা যায়, আজ সকালে হরিরামপুর ইউনিয়নের 'চোরের মোড়' এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন স্থানীয় প্রতিনিধিরা। সেখানেই হরিরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন মেম্বারের নির্দেশে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।
স্থানীয় নেতা জিয়া ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর নির্বিচারে চড়াও হয়। সাংবাদিকদের মারধর করার পাশাপাশি তাদের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এই সন্ত্রাসী হামলায় গুরুতর আহত চারজন সাংবাদিক হলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম,
আব্দুল্লাহ আল ফাহাদ (দৈনিক কালবেলা প্রতিনিধি)
এস এম মাসুদ রানা (সকালের সময় প্রতিনিধি) রাকিবুল হাসান সুমন (দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি)
আহত সাংবাদিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এই ন্যক্কারজনক হামলার ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ত্রিশাল থানা পুলিশ ইতোমধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করে মূল অভিযুক্ত স্বপন মেম্বার ও জিয়া সহ দু'জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।