
মোঃ সাইফুল ইসলাম শান্ত, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি তৃণমূল জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, “আল্লাহ যদি সহায় হন এবং আপনাদের সহযোগিতা পাই, তাহলে আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজ, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, এগারসিন্দুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোখলেছ উদ্দিন আকন্দ, সেক্রেটারি আব্দুস সামাদ, বুরুদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি যোবায়ের আহমেদ, চরফরাদি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোজাম্মেল হকসহ তিন শতাধিক নেতাকর্মী।
মাওলানা শফিকুল ইসলাম মোড়ল আরও বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে দাড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতে হবে।”
পরে গণসংযোগটি মঠখোলা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
গণসংযোগকে কেন্দ্র করে এলাকার তরুণ, কৃষক, শ্রমিক ও চাকরিজীবীরা পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং জামায়াতে ইসলামীকে সমর্থনের কথা জানান। তারা দাড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের অঙ্গীকারও ব্যক্ত করেন।