ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কোরআন এবং সুন্নাহর আইন চালু করতে জীবন দিতে রাজি আছি- ময়মনসিংহে জামায়াত নেতা মজিবুর রহমান

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ৫, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ: 

জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, ৫৪ বছর আমরা শান্তি পাই নাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। মানুষ যখন আল্লাহর আইনে পরিপূর্ণ আনুগত্য করবে তখন দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। কোরআন এবং সুন্নাহর আইন বাংলাদেশে কায়েম হবে, এই আইন চালু করার জন্য ৮ দল ঐক্যবদ্ধ হয়েছে। এটার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, আপনারা কী রাজী আছেন? আগামী দিনে প্রয়োজন হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় জামায়াতের নায়েবে আমীর নিজেদের ৫ দফা দাবির বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমরা ৫ দফা দাবি করেছিলাম। তার একটা হলো যারা চুরি, ডাকাতি করেছে, মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। এখন কেউ কেউ বলছে আমরা ক্ষমতায় গেলে সব বিচার উঠিয়ে দিব। তাহলে অপরাধ যে করে এবং অপরাধ যে সমর্থন করে, তারা কী- আলাদা হলো না এক হলো? তাহলে পতিত শক্তি আর নব্য যারা আগামীদিনে নিজেদেরকে ঘোষণা করেছে যে- তারা এদেশকে পরিচালনা করবে। আমরা বলছি- জনগণ ভোট দিলে আপত্তি আমাদের নাই কিন্তু ভোট না পেয়েই যদি এসব কথা বলা শুরু করেন তাহলে তো মতলবটা ভালো বুঝা যায় নাই। দুই নম্বরে আমরা বলেছি গণভোট দিতে হবে। গণভোট মানে পাবলিকের ভোট। জনগণকে যারা ভয় করে তারা কী গণতন্ত্রে বিশ্বাস করে ? গণভোট মানতে হবে, সেটা হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে। তাহলে গণভোটের সত্যিকার মূল্য মানুষ বুঝতে পারবে। আমরা কারো

Facebook Comments Box