ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় মডেল মসজিদ নির্মাণে ঠিকাদার–প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ৫, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

দেশের সকল জেলা–উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নির্মিতব্য মডেল মসজিদ নির্মাণে ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম–দুর্নীতির অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ধর্মীয় স্থাপনায় স্বল্প দিনেই দেয়ালে ফাটল, ছাদের আস্তরণ খসে পড়া, বাউন্ডারি বেঁকে যাওয়া এবং অভ্যন্তরীণ কাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। যে মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের মান অনুযায়ী আধুনিক, টেকসই এবং নিরাপদ একটি উপাসনাস্থল হওয়ার কথা ছিল—নিম্নমানের নির্মাণকাজের কারণে সেটিই এখন ধ্বংসসীমায় পৌঁছে গেছে।

৩ তলা ভিত্তির ওপর ৩ তলা ভবন—কিন্তু কাজে ভয়াবহ নিম্নমান! প্রকল্প সূত্রে জানা যায়—

দাপ্তরিক প্রাক্কলিত মূল্য: ১৩,৮৮,২৪,৬৯৭ টাকা ১৩০ পয়সা। কার্যাদেশকৃত মূল্য: ১২,৮৮,৬৬,৭৮৩ টাকা ৭১২ পয়সা। দরপত্র আইডি: ৯০০৩৩২।

প্যাকেজ নম্বর: egp/Netra/2023-2024/Purbadhala Mosque Remaining।

ঠিকাদারি প্রতিষ্ঠান: Baset Prokousholi Limited, সাতপাই,নেত্রকোণা। বাস্তবায়নকারী সংস্থা: গণপূর্ত বিভাগ (PWD), নেত্রকোণা।

স্থানীয়দের অভিযোগ—সাইট ডেভেলপমেন্ট, বাউন্ডারি ওয়াল,স্যানিটারি–ইলেকট্রিক্যাল কাজ, ড্রেনেজ,রড–সিমেন্ট,ইট–বালু—কোনো ক্ষেত্রেই সরকার অনুমোদিত মান বজায় রাখা হয়নি। প্রকল্পের বাকি কাজ সম্পন্নের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। “মসজিদ যেকোনো সময় ধসে পড়তে পারে”—আতঙ্কে সাধারণ মানুষ!

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অভিযোগ করে জানান—মসজিদের দেয়ালে বড় বড় ফাটল!

নতুন ঢালাইয়ের চাদের আস্তরণ খসে পড়া!

বাউন্ডারি ওয়ালের বিভিন্ন স্থানে বেঁকে যাওয়া!

নিম্নমানের রড–সিমেন্ট–বালু!

Facebook Comments Box