মোঃ সাইফুল ইসলাম শান্ত, স্টাফ রিপোর্টার:
পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের খামা গ্রামে ত্বরীকুল ফালাহ্ যুব সংঘের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে মাওঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত কিশোরগঞ্জ -২ ( কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর এবাদত করার জন্য। ইসলামী সমাজ গঠন করাও এবাদতের অংশ। নামাজ রোজার মত সমাজে ইসলাম প্রতিষ্ঠা করাও ফরজ। তিনি আরো বলেন, মহান আল্লাহ তৌফিক দিলে সমাজ সহ সমগ্র বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। তাই আপনাদের সকলকে ইসলামী সমাজ গড়ার আহ্বান জানাই। উক্ত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগারোসিন্দুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুখলেস উদ্দিন আকন্দ সহ আরো অনেকেই।

