
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
শনিবার (৬ ডিসেম্বর) কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে আজ পৌর জামায়াত কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী–পাকুন্দিয়া আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। এছাড়া উপজেলা নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা মানব সম্পদ সেক্রেটারি ওয়াহিদুল হক মাস্টার, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল ভুঁইয়াসহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কেয়ারটেকার সরকারের দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন জোরদারের আহ্বান জানান।