
স্টাফ রিপোর্টার:
বন্দর উপজেলার বাগবাড়ি এলাকার আবুল প্রধানের কুখ্যাত ছেলে চিহিৃত প্রতারক কামাল প্রধান অবশেষে নিকটাত্মীয়কে বিদেশে নেওয়ার কথা বলে ২ লাখ টাকা মেরে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, টাকা ফেরত চাইতে গেলে উল্টো মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিচ্ছে।
জানা যায়, চাঁদপুর জেলার মতলব শান্তি গ্রামের ইব্রাহীম প্রধান কে বিদেশে নেওয়ার কথা বলে ৪ লক্ষ্য টাকা চুক্তি করে দুই বারে পূবালী ব্যাংকের মাধ্যমে নগদ ২ লাখ টাকা গ্রহণ করে বাটপার কামাল প্রধান।
ভুক্তভোগী ইব্রাহীম প্রধানের পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ নগদ টাকা নিয়ে বলে তাম্বুল এয়ার পোর্টে নামার পর পরই বাকী আরো দুই লাখ টাকা পরিশোধ করতে হবে। টাকা নেওয়ার দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও কামাল কোন কাজতো করেনি বরং টাকা ফেরত চাইতে গেলে উল্টো ইব্রাহীম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক মামলা সহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি অব্যাহত রেখেছে অদ্যাবধি পর্যন্ত। এছাড়াও ফেসবুকে অপপ্রচার চালিয়ে মানহানি করছে চিহিৃত অপরাধী কামাল প্রধান ও তার বাহিনীর সদস্যরা।
এদিকে আরো জানা যায়, জাল দলিল জালিয়াতি, ভুয়া স্টাম্প ও সিল তৈরি, ভুয়া অঙ্গীকার নামা, চেক জালিয়াতি, বিদেশে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাত, নারী কেলেঙ্কারি, ফেক আইডি খুলে মানহানী, মামলাবাজী ও চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই কামাল প্রধান। রাষ্ট্র বিরোধী নাশকতা ও হত্যা মামলার আসামি কামালের বিরুদ্ধে প্রায় ২২ টি মামলা রয়েছে থানায় ও আদালতে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাজার রোড এলাকায় বাসা ভাড়া করে আত্মগোপনে রয়েছে এবং কেরানীগঞ্জের ব্রামনগাও কোন্ডা এলাকায় শশুরবাড়িতে প্রায় সময় রাত্রি যাপন করতে দেখা গিয়েছে। তবে মাঝে মধ্যে চাঁদপুরের নবরকান্দী গ্রামে দাদার বাড়িতেও আসা যাওয়া করছে বলে জানা গেছে। এছাড়াও উত্তর মতলব এখলাসপুর থানার রামদাসপুর গ্রামে নানার বাড়িতেও আত্মগোপনে থাকতে পারে বলে সূত্র জানিয়েছে।
বর্তমানে ভুক্তভোগী ওমান রয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে এসে আইনি প্রক্রিয়ার মাধ্যমে টাকা উত্তোলন ও বাটপার কামালের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পলাতক আসামি বাটপার কামাল প্রধানকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে বলে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা আশাবাদী।