
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের নির্বাচনী গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পুলেরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিল শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম এবং কিশোরগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া। তারা বলেন, ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক সমাজ গঠনে সৎ ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজ, সহকারী সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য নুরুল্লাহ আনসারী, আব্দুল হামিদ, মারফত আলী দুলাল, আবু ইছা আফি আনহু, মাওলানা ইলিয়াস, মাহতাব উদ্দিন বাবুল, লুৎফুর রহমান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
গণমিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে স্থানীয়দের অংশগ্রহণ লক্ষণীয় ছিল বলে আয়োজকরা জানিয়েছেন।