সমর দিগন্ত ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রুপম দাস।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীরা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে নবাগত ইউএনওকে বরণ করে নেন। তিনি সকালে রুপম দাস কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
নবযোগদানকারী ইউএনও রুপম দাস রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি উন্নয়ন, সেবাদান ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box

