
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ সদ্য উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস ও পাকুন্দিয়া থানায় যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আরিফুর রহমান এর সাথে সৌজন্যমূলক শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল নবযোগদান উপলক্ষে এই সাক্ষাৎকারের মাধ্যমে জামায়াতে ইসলামী স্থানীয় প্রশাসনের সাথে সম্পর্কের উন্নয়ন এবং এলাকার শান্তি-শৃঙ্খলায় সহযোগিতার বার্তা ব্যক্ত করেন।
এছাড়া পাকুন্দিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি আবু নাঈম আব্দুল্লাহ মোমতাজ, পৌর আমীর মাওলানা মোঃ নাজমুল হক, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, উমর ফারুক বকুল সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।