ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভালুকা মুক্ত দিবস পালিত

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ১১, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:

৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীকে হটিয়ে ভালুকাকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।

দিনটি উপলক্ষ্যে সোমবার (৮ডিসেম্বর) ভালুকায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিন সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন এর নেতৃত্বে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অফিসার ইনচার্জ , মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ৮ ডিসেম্বরের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধারা। তারা বলেন, ‘আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠে। ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দল ক্ষমতার আড়ালে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।’

দিবসটি উদযাপন উপলক্ষে এদিন সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে শেষ হয়।

এরপর বীর মুক্তিযোদ্ধা, ভালুকা উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাসহ
,দেশবাসীর জন্য বিশেষ দোয়ার মাধ্যমে ভালুকা মুক্ত দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন বলেন, ‘৮ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন বীর মুক্তিযোদ্ধারা ভালুকাকে পাকহানাদার মুক্ত করেছিলেন। দিনটিকে আমরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচিতে পালন করেছি। সেদিন ভালুকার বীর মুক্তিযোদ্ধারা যে অসামান্য বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন, সেটিকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।

Facebook Comments Box