মেহেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বল্লভপুর গ্রামের মৃত সুবোল দাসের ছেলে কার্তিক দাসের ৪ র্থ নম্বর মেয়ের বিবাহে আর্থীক সহযোগীতা প্রদান। মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. তাজউদ্দীন খানের পক্ষ হতে আর্থীক সহযোগীতা প্রদান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাও. খানজাহান আলী,বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. ফিরাতুল ইসলাম নাইম,উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাসার, উপজেলা সহকারি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, শ্রমিককল্যান সভাপতি ফজলুল হক গাজী, পেশাজীবি সেক্রেটারি মোশাররফ হোসেন, সমাজকল্যান সেক্রেটারি আমিনুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন আমীর মাও, ফারুক হোসেন,ইউনিয়ন সেক্রটারি হাফিজুর রহমান।
কার্তিক দাসের মোট ৫ টি কন্যা সন্তান। ইতিপুর্বেই ৩ টা কন্যার বিবাহ সম্পন্ন হয়েছে। কার্তিক দাসের সম্প্রদায়ের মেয়েদের বিবাহ শাদীতে প্রচুর খরচ হয়। বড় ৩ টা মেয়ের বিবাহে অনেক খরচ হয়েছে, ৪ র্থ মেয়ের বিবাহটা সম্পন্ন করতে কার্তিক দাস আর্থীক সমস্যায় পড়েছে মর্মে আবেদন আসলে মুজিবনগর উপজেলার কৃতি সন্তান মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও, তাজউদ্দীন খানের নির্দেশে উপজেলা জামায়াত সহযোগীতার হাত বাড়িয়ে দেয়।

