আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজীর সঙ্গে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বেলা ১১টায় কেয়াইন ইউনিয়নের নিমতলা হেমন্ত শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় জেমর্স গ্রিল চাইনিজ রেস্তোরাঁয় এ অনুষ্ঠান হয়। সভার আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আ. ছালাম। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতে ইসলামী সিরাজদিখান শাখার সেক্রেটারি ওয়াসিম মিয়া। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন মুন্সীগঞ্জ জেলা সুরা সদস্য ও শ্রমিক কল্যাণ সম্পাদক মো. মুজিবুর রহমান।
মতবিনিময়ে অধ্যাপক ফখরুদ্দীন রাজী বলেন, “মুন্সীগঞ্জ-১ আসনের জনগণ আমাকে সুযোগ দিলে তাদের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করবো। তরুণ সমাজ, নারীসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে রাস্তা-ঘাটের উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠা, অর্থনীতির উন্নয়ন, মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবো। পাশাপাশি এলাকায় একটি শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলবো।”
সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মজলিসে সুরা সদস্য ও সিরাজদিখান উপজেলা আমির মাওলানা মো. কবির হোসেন, শ্রীনগর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. নুরুজ্জামান মীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

