শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে কর্তব্যরত অবস্থায় দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট জাহাঙ্গীর আলমের (৩০) তারাকান্দি গ্রামের বাড়িতে ছুটে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ বীর সেনার পৈতৃক বাড়িতে যান।

তিনি নিহত সার্জেন্ট জাহাঙ্গীরের শোকসন্তপ্ত বাবা-মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জানিয়ে বলেন, “জাতির একজন শ্রেষ্ঠ সন্তানকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।
দেশের জন্য ও বিশ্ব শান্তির জন্য তার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন শহীদ জাহাঙ্গীরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন।”

মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এসময় পরিবারের সদস্যদের সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, জাংগালিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মেরাজ, প্রচার ও মিডিয়া বিভাগের কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শামীম সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য: পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা সার্জেন্ট জাহাঙ্গীর আলম গত ১৩ ডিসেম্বর সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করার সময় দুষ্কৃতিকারীদের গুলিতে শহীদ হন। তার এই মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

