
শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:
দেশমাতৃকা, মানব জাতি ও সকল জীবের শান্তি কামনায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া নারান্দী কুড়েরপাড়ের শ্রী শ্রী গোপাল বিগ্রহ আখড়াতে সম্প্রতি এক মহতী ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। শ্রী শ্রী গোপাল বিগ্রহ আখড়ার কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল আকর্ষণ ছিল শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম-বর্ণ নির্বিশেষে বহু ভক্ত ও সাধারণ মানুষের সমাগম ঘটে। উৎসবের শান্তিময় পরিবেশে উপস্থিত সকলে নিজেদের এবং বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করেন।

এই মহতী আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলার সাবেক আমীর ও কটিয়াদি ফেকামারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব ও পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনম আব্দুল্লাহ মোমতাজ। বক্তারা সকলেই ধর্মীয় সম্প্রীতি ও জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

শ্রীশ্রী গোপাল বিগ্রহ আখড়া ও উৎসব পরিচালনা কমিটির নেতৃত্বে এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কমিটির নেতৃত্ব দেন
সভাপতি সুকুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন মোদক, বিদ্যুৎ দেবনাথ ও তপন সূত্রধর।
আয়োজকরা জানান, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে শান্তি, প্রেম ও ভক্তির বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।