
আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে রবিবার (১৪ ডিসেম্বর) কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সকাল ৭টা ৩০ মিনিটে নগরীর থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক এনডিসি ফারাহ শাম্মী।
পুষ্পস্তবক অর্পণ পর্বে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল ও ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমাজের নানাস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পার্পণ শেষে উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।