
আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
সভাপতির বক্তব্য জেলা প্রশাসক বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি শোকাবহ দিন। আমাদের জন্য একটি কলঙ্কিত অধ্যায়। একটি দেশকে মেধাশূন্য ও মেরুদণ্ডহীন করার জন্য সর্বোচ্চ মেধাবী সন্তানদের শহীদ করা হয়।তিনি আরো বলেন, এ শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। দেশের সূর্যসন্তানেরা যে উদ্দেশ্যে তাদের আত্মত্যাগ করেছেন, সে উদ্দেশ্য আমাদের সম্পন্ন করতে হবে। এদেশকে একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের সবার যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।
এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মী।