
কটিয়াদি সংবাদদাতা:
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা জামায়াতের নিজস্ব অফিসে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা জামায়াতের শুরা সদস্য ও কটিয়াদী উপজেলা শাখার আমীর মাওলানা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদাররের সভাপতিত্বে এবং উপজেলা অফিস সেক্রেটারী জামাল উদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা শাখার নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।
এ সময় দোয়া পরিচালনা করেন উপজেলা আমীর ও অত্র সভার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।