
আবু সাঈদ রহমান, কিশোরগঞ্জ থেকে:
কিশোরগঞ্জ বৈলাই পূর্ব ভারাটি হাজী আব্দুল খালেক ফিজুল উলুম মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুরআন তেলাওয়াতে অংশগ্রহণ করা বিজয়ীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।
মাদ্রাসা প্রাঙ্গণে অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ আজিজুল ইসলামের সঞ্চালনায় হাফেজ মোঃ আলাদিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও প্রধান অতিথির আসনগ্রহণকারী মোঃ মতিউর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে মাদ্রাসার সেক্রেটারি মোঃ মোস্তফা কামাল, প্রধান বক্তা হিসেবে মাদ্রাসার মহাপরিচালক ও মুহতামিম হাফেজ মোঃ আব্দুল আউয়াল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকালে ৮ ঘটিকায় ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। টানা দুই ঘণ্টায় তেলাওয়াত পরিবেশন করে ১২ জন প্রতিযোগী বিজয়ী হিসেবে নির্ধারিত হন। এসময় বিজয়ী প্রতিযোগীদের হাতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।