ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

বিজয়ের চেতনায় ময়মনসিংহে বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ১৬, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। পরে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মো: সাইফুর রহমান এবং পুলিশ সুপার মো: মিজানুর রহমান।

ময়মনসিংহবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল এ দেশের মানুষের হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তির সংগ্রাম এবং একটি জাতির আত্মপরিচয় অর্জনের চূড়ান্ত লড়াই। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সেই চূড়ান্ত বিজয়ের ফলে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তিনি বলেন, স্বাধীনতা আমাদের অহংকার, বিজয় আমাদের গৌরব। ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় ঐক্য, ত্যাগ ও বীরত্বের অনন্য প্রতীক এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল উৎস।

বিভাগীয় কমিশনার আরও বলেন, মহান বিজয় দিবস কেবল অতীতের গৌরবময় ইতিহাস স্মরণের দিন নয়, এটি ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে দেশকে ভালোবাসা, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করা এবং সাম্য, ন্যায় ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের প্রধান কর্তব্য।

তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা জাতির এই ঐতিহাসিক অর্জনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন, শক্তি ও সমৃদ্ধি অর্জনে একযোগে কাজ করি। বিজয়ের এই গৌরবময় দিনে আমাদের প্রত্যাশা একটি সুন্দর, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।

অনুষ্ঠানে জেলা পুলিশের একটি চৌকস দল, ব্যাটালিয়ন আনসার, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন মঞ্চে উপস্থিত অতিথিদের সম্মান জানান।

এছাড়া নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি শিশু পরিবার, বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শারীরিক কসরত ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন।

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহবাসী গভীর শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে বিজয়ের এই ঐতিহাসিক দিনটি উদযাপন করে।

Facebook Comments Box