আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের পক্ষ থেকে সকল বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার রকিবুল আক্তার।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জেলার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের শুভসূচনা হয়। পরবর্তীতে পিবিআই পুলিশ সুপার রকিবুল আক্তারের নেতৃত্বে স্মৃতিসৌধে জেলা পিবিআই পুলিশের পক্ষ থেকে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে পিবিআই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

