কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক যুব র্যালি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জালালপুর রফিক মোড় থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে কটিয়াদী বাজার, ভোগপাড়া ও বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে কলেজ গেটে গিয়ে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতে নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা জামায়াতে সেক্রেটারি মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি আলী কাওছার রনি, সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম দুলাল, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইমরান, বর্তমান সভাপতি মো. সিয়ামসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

