ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী ওয়াহাব আকন্দ

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম আহবায়ক
জননেতা আবু ওয়াহাব আকন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহকে ঘিরে নেতাকর্মীদের মাঝ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। এ-সময়
তারা নেতার পাশে দাঁড়িয়ে গণতান্ত্রিক আন্দোলনের পথকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

মনোনয়ন পত্র সংগ্রহ করে বিএনপি প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দলের মতবিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকারের কথাও জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন পান মহানগর বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

Facebook Comments Box