
স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তার হাত থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাহাবুব রশিদ ফরাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ.এম.জোবায়েরসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’
তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ সদরের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রত্যাশা করে। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তেই আমরা বদ্ধপরিকর।’
অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন আরোও বলেন, ‘গণভোটের পর ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আগামীর ভবিষ্যৎ তরুণদের হাতে। তরুণরাই সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারে।’