ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিজয় দিবস শেষ হলো ময়মনসিংহে

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ১৭, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ময়মনসিংহে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের উৎসব অনুষ্ঠান শেষ হলো। এ অনুষ্ঠান মঙ্গলবার নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিজয়ের এই দিনে সকল শহিদ মুক্তিযোদ্ধার স্মৃতিতে ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের স্মরণে বাংলার মুক্তিকামী মানুষের স্বাধীনতার গান ও পরিবেশনা আপনাদেরকে মুগ্ধ করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান অতিথি।

ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের শিল্পীগোষ্ঠী দলীয় ও একক গান, নৃত্য, অভিনয় পরিবেশনা করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয় দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এতে সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, অভিভাবকগণ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে উদ্বোধনী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় প্রায় অর্ধশত হরেক রকম স্টল পরিলক্ষিত হয়। বিজয় মেলাকে ঘিরে সর্বসাধারণের আনাগোনা দেখা যায়।

Facebook Comments Box